কুষ্টিয়া কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর মীর মশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ, বাঘা যতীন প্রমুখ এর পদচারনায় ধন্য সাংস্কৃতিক ভূমি। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অত্র জেলার একটি স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৪ সালে ২টি টেকনোলজির শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল। ইনস্টিটিউটটি শহরের প্রান কেন্দ্র মীর মশাররফ হোসেন সড়কে কাটাইখানা মোড়ে অবস্থিত। শহরের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে ঐতিহাসিক গাড়াই নদী। বর্তমানে ছয়টি টেকনোলজিতে হাতে-কলমে প্রশিক্ষন চলছে। টেকনোলজিসমূহ হচ্ছে- সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পা্ওয়ার, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি। এই স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করার পর হাজার হাজার ডিপ্লোমা-প্রকৌশলী দেশে- বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছে।